
রৌমারীতে ইয়াবাসহ আবুল কালাম আজাদ কে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪মে) মাদক বিরোধী বিশেষ অভিযানে রৌমারী বাজারের গয়টাপাড়া মার্কেট এর পাশের কম্পিউটার গলির দোকান থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জব্দ করা হয়েছে। আটক আবুল কালাম আজাদ রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্ৰামের মমিনুল ইসলামের ছেলে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা গোপন সংবাদ পাই যে, আটককৃত আসামী আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে মুদি দোকানের পাশাপাশি ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। পরে তার দোকান থেকে ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে আটক করি। এসময় তিনি আরো বলেন,তারা দোকানে চা,বিড়ি খেতে আসা ইয়াবা সেবন কারীদের কাছে সুকৌশলে সে ইয়াবা বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
সায়মা