ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উন্মোচিত হলো ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়কের ফলক

সিটি রিপোর্টার

প্রকাশিত: ১৪:০৫, ১৭ মে ২০২৫

উন্মোচিত হলো ‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়কের ফলক

ছবি: দৈনিক জনকন্ঠ

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজ এর নামে এক সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

আজ শনিবার (১৭ মে) রাজধানীর ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ‘শহীদ ফারহান ফাইয়াজ’ এর নামে নামকৃত সড়কের ফলক উন্মোচন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজ এর পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তাঁর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো: শাহজাহান মিয়া বলেন, “ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ জুলাই গণ-অভ্যুত্থানে এখানে শহীদ হন। বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গনঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধানমন্ডির পুরাতন ২৭ নং সড়কটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজ এঁর নামে নামকৃত ফলক উন্মোচন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন, সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ফারহান ফাইয়াজ এর পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে এই সড়কটি নামকরণ করায় আমি অন্তবর্তীকালীন সরকার ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সকলকে স্মরণীয় করে রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও ফলক উন্মোচন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: জিল্লুর রহমান এবং সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য উপস্থিত সকলে দোয়া করেন। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নং রোডে রাপা প্লাজা এবং জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

আল জুবায়ের/মিরাজ খান

×