
ছবি: জনকন্ঠ
সন্ত্রাস, ভুমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন হয়েছে। শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া থানার মোড়ে উপজেলার আশিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। স্থানীয় লোকজন ছাড়াও এ মানববন্ধনে অংশগ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
সাম্প্রতিক সময়ে উপজেলার আশিয়াসহ বিভিন্ন ইউনিয়নে টপসয়েল কাটা, পাহাড় কাটা, চাঁদাবাজি, ভূমিদস্যুতার কারণে পটিয়ার আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র নেতা আশরাফুল আলম তৌকির, বৈষম্যবিরোধী দক্ষিণ জেলার সদস্য আমির হোসেন, ছাত্রনেতা শওকত হোসেন, মাহিম, ফাহিম।
বক্তারা বলেন, ১৮ মামলার আসামি পটিয়ার আশিয়া ইউনিয়নের মোকাম্মেল ও সোহেলের নেতৃত্বে মাটি হরিলুটসহ বিভিন্ন অপরাধ হচ্ছে। অবিলম্বে মোকাম্মেল ও সোহেলকে গ্রেপ্তার করতে শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় এ সন্ত্রাসগোষ্ঠিকে প্রতিহত করা হবে৷
মুমু