ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, এলাকায় চরম উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল 

প্রকাশিত: ২২:৩২, ১৬ মে ২০২৫

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, এলাকায় চরম উত্তেজনা

ছবিঃ ফেসবুকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়া যুবক সৌরভ দত্ত।

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠেছে সৌরভ দত্ত নামের এক যুবকের বিরুদ্ধে।

উপজেলার কলসকাঠি ইউনিয়নের বেবাজ গ্রামের দেবুদত্তেরর ছেলে সৌরভ দত্ত।

১৬ মে (শুক্রবার) বিকেলে সৌরভ লিও নামের একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ( সাঃ) কে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে। যে ফেসবুক আইডিতে সৌরভ দত্তের প্রোফাইলের ছবি রয়েছে। এতে কলসকাঠি এলাকায় মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকে কটুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করে বরিশাল জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করছে সৌরভ দত্তকে গ্রেফতারের দাবিতে। 

স্থানীয়রা জানায়, সৌরভ দত্ত তার ব্যক্তিগত ব্যবহৃত ফেসবুক সৌরভ লিও নামের আইডি দিয়ে নিয়মিত ইসলামবিরোধী বিভিন্ন লেখা ও ভিডিও শেয়ার এবং লেখা স্ট্যাটাস দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে সৌরভ দত্ত তার ফেসবুক আইডি থেকে নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দিয়েছে যাহা এখন এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু-মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ জানান, সৌরভ লিও নামের একটি আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট করেছে। তবে এই বিষয়ে সৌরভ দত্ত অস্বীকার করে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছেন। মহানবীকে নিয়ে কটূক্তি করে যে স্ট্যাটাস দেয়া হয়েছে সেই ফেসবুক আইডি সৌরভ দত্তের কি না সেটা তদন্ত চলছে। 

ইমরান

×