
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বত্রিশ লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার চকবস্তা নামক স্থান হতে ১৬ মে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারীর মাদক চোরাচালানের সময় সাত লক্ষ দশ হাজার টাকা মূল্যের ১টি বাংলাদেশী সিএনজিসহ ৬০ কেজি গাঁজা আটক করে।
এছাড়াও ১৬ মে ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পঁচিশ লক্ষ তেরো হাজার টাকা মূল্যের অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় ৮১,২০০ পিস বাজি, বাসমতি চাউল, চিনি, জিরা, পন্ডস বিয়ার, হুইস্কি, গাঁজা এবং বাংলাদেশী মোটরসাইকেল আটক করে। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।
সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
আলীম