ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সাভারে বনবিভাগের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার, আহত ৫

নিজস্ব সংবাদদাতা,সাভার

প্রকাশিত: ২২:১১, ১৬ মে ২০২৫

সাভারে বনবিভাগের জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার, আহত ৫

ছবি: সংগৃহীত

সাভারে বন বিভাগের জমি উদ্ধার অভিযান গিয়ে বন কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ মে)  বেলা সাড়ে তিনটার দিকে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন বিট ফরেস্টার মো. মহিদুর রহমান, ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমাম বেপারী, আলাউদ্দিন এবং বাগান মালি বাপ্পী হোসেন। 

জানা গেছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের ৬৫ একর জমি দখল করেন লোকমান হোসেন ঢালি নামের এক ব্যক্তি। সেই জমি দখলমুক্ত করতে গেলে লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী বন কর্মকর্তাসহ উদ্ধার অভিযানে অংশ নেওয়া লোকজনের ওপর হামলা করে। এতে অন্তত ৫ জন আহত হয় পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলীম

×