ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমনা করার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৯:৩০, ১২ মে ২০২৫; আপডেট: ১৯:৩২, ১২ মে ২০২৫

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমনা করার দাবিতে মানববন্ধন

ছবি: জনকণ্ঠ

ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমনা করার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এর আগে সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহ-সভাপতি আদুরি খাতুন প্রমুখ।

বক্তরা বলেন, এইচএসসির পর ডিপ্লোমাকে স্নাতক সমমনা করতে হবে। আমরা বৈষম্য চাই না। মানববন্ধনে চুয়াডাঙ্গা নার্সিং ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এএইচএ

×