
ছবি:সংগৃহীত
মানিকগঞ্জের শিবালয়ের ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাতে অসময়ে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধন থেকে নদী তীরবর্তী এলাকায় দ্রুত স্থায়ী বড়িবাঁধ নির্মাণের জোড় দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর তেওতা এলাকায় যমুনা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো অসংখ্য নারী-পুরুষসহ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীরা বলেন, নদীতে অপরিকল্পিত ভাবে ড্রেজিং ও কাটার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় অসময়ে নতুন করে পাড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। যার প্রভাবে নদীর পাড় ধ্বংস হচ্ছে। যমুনার ভাঙ্গনে বিগত বছরে কৃষকের শত-শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকলে তীরবর্তী ফসলি জমি, বাড়ি-ঘর, রাস্তাঘাট নদী গর্ভে বিলীন হবে। ভাঙ্গন রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি কামনা করেছেন।
মানববন্ধনে অংশ নেয়া পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা বলেন, যমুনা নদীর অব্যাহত ভাঙনে তেওতা ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার বহু পরিবার ঘর-বাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ভাঙ্গন রোধকল্পে বর্ষা মৌসুম শুরুর আগেই স্পর্শকাতর পয়েন্টে জিও ব্যাগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
আলীম