ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফরিদপুর উপজেলা

আওয়ামী লীগের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ছাইফুল ইসলাম খান, সংবাদদাতা, ভাঙ্গুরা, পাবনা

প্রকাশিত: ১৯:২১, ১২ মে ২০২৫

আওয়ামী লীগের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

ফরিদপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম কুদ্দুস ৬০ গ্রেফতার করে ।

গতকাল ১১মে ফরিদপুর উপজেলার নিজ বাসভবন থেকে রাত ১২টায় গ্রেফতার করে বিস্ফোরক আইনে কারণ দেখানো হয়। তার বাড়ি ফরিদপুর উপজেলার খলিসাদহ গ্রামের শীতল পরামানিকের ছেলে।

আওয়ামী লীগের সময় সংসদ সদস্য জনাব মোঃ মকবুল হোসেন সাহেবের ও তার বড় ছেলে গোলাম রাসেলের এক নিষ্কৃত বিশ্বস্ত লোক হিসেবে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, বিভিন্ন শালিস দরবার করে টাকা কামানো তাদের মূল লক্ষ্য ছিল। এমপি সঙ্গে থাকার কারণে এখন কোটি কোটি টাকা হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। জমিজমা বেদখল দেওয়ার প্রমাণ রয়েছে। এ ব্যাপারে ফরিদপুর থানার ওসি ঘটনা সত্যতা স্বীকার করেন। তিনি আরো জানান আইনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

এএইচএ

×