ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্যের মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ১৯:২১, ১২ মে ২০২৫

ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক র‍্যাব সদস্যের মৃত্যু!

ছ‌বি: জনকণ্ঠ

গাইবান্ধার সাদুল্লাপুর সড়কের সাহারবাজার এলাকায় ঝড়ো হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন র‍্যাব কনস্টেবল আবু বকর সিদ্দিক।

রোববার (১১ মে) রাতে দায়িত্ব পালন শেষে আরেক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে ক্যাম্পে ফিরছিলেন তিনি। পথিমধ্যে হঠাৎ ঝড়ো বাতাসে একটি গাছের মোটা ডাল ভেঙে পড়ে তাদের ওপর।

আবু বকর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু বকর সিদ্দিক র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সদস্য ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

এম.কে.

×