
নওগাঁর জেলার মধ্যে সবজি চাষের অন্যতম এলাকা হিসাবে পরিচিত বদলগাছী উপজেলা। এবার ঢেঁড়স চাষে সফলতার পাশাপাশি ভালো দাম পেয়েছে এই উপজেলার ঢেঁড়স চাষিরা। চলতি মৌসুমের শুরু থেকেই ৭০/৮০ টাকা কেজি পাইকারি মূল্যে বেচাকেনা শুরু হয় ঢেঁড়স। ঢেঁড়স একটি ভিন্ন মাত্রার ফসল। ঢেঁড়সের গাছ ৬/৭ ইঞ্চি লম্বা হলেই ফল দিতে শুরু করে। যখন পুরোদমে ঢেঁড়স ফল তোলা শুরু হয় তখন এক দিন পর পর ঢেঁড়স উত্তোলন করতে হয়।
এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, এই উপজেলা সবজি চাষের বিখ্যাত এলাকা হলেও অন্যান্য সবজির তুলনায় ঢেঁড়স চাষের প্রবণতা কিছুটা কম। এর কারণ হিসাবে কৃষকরা বলেন- ঢেঁড়স চাষ যেমন লাভ জনক, ঢেঁড়স উত্তোলন করা তেমনি দ্বিগুণ কষ্টের। সেজন্যই সবাই এ ফসল করতে পারে না।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ঢেঁড়স একটি সবজি জাতীয় উন্নত ফসল। চলতি মৌসুমে এই উপজেলায় ঢেঁড়স চাষ হয়েছে ২৫ হেক্টর জমিতে। সবজি জাতীয় অন্যান্য ফসলের চেয়ে ঢেঁড়স চাষে কীটনাশক ব্যবহার তুলনামূলক অনেক কম। তবে ক্ষেতে পানি সেচ ও রাসায়নিক সার ব্যবহার করতে হয়।
উপজেলার বিলাশবাড়ী ইউপির হলুদ বিহার গ্রামের ঢেঁড়স চাষি ফিরোজ হোসেন জানায়, সে ১৭ কাঠা জমিতে ঢেঁড়স চাষ করেছে। প্রতিদিন তাকে ৫০/৬০ কেজি ঢেঁড়স তুলতে হয়। এখন ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০/৪৫ টাকা কেজি দরে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান জানান, ঢেঁড়স একটি লাভজনক ও উন্নত শ্রেণীর সবজি ক্ষেত। ঢেঁড়স উত্তোলন পর্যায়ে রয়েছে। বিঘা প্রতি ৩০ থেকে ৪০ মন পর্যন্ত ফলন দেয় ঢেঁড়স। উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সবজি ক্ষেতের পোকামাকড় দমনে সার্বক্ষণিক কৃষকদের মাঝে পরামর্শ দিয়ে আসছে।
সজিব