ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে বজ্রপাতে দুই শিশুসহ আহত ৬ 

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৯:১১, ১২ মে ২০২৫

কুড়িগ্রামে বজ্রপাতে দুই শিশুসহ আহত ৬ 

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ময়দাম গ্রামে। 

স্থানীয় এলাকাবাসীরা জানায় রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের দিকে আকস্মিক বৃষ্টির সময় মাঠে অবস্থান করার সময় বজ্রপাতে দুই শিশুসহ ৬ জন আহত হয়। 

আহতরা হলেন মাহমুদুল হাসান কামরুল (৩০), সুমাইয়া খাতুন (১৪), সুখজান (৪৫), মাসরুল ইসলাম (৫), মুহিববুল্লাহ (২৭), সাগর আলী (২০)। 

এলাকাবাসীরা জানায়, আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

পাথরডুবি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আব্বাস আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, "ঘটনার পরপরই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।” 

মিরাজ খান

×