ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

এনসিপি নেতা তুহিন

সিপিবিসহ বামেরা শেখ মুজিবের বাকশালের সহযোগী ছিলো, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে

প্রকাশিত: ১৫:৪১, ১২ মে ২০২৫; আপডেট: ১৫:৪২, ১২ মে ২০২৫

সিপিবিসহ বামেরা শেখ মুজিবের বাকশালের সহযোগী ছিলো, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে

ছবি: সংগৃহীত

এনসিপির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেছেন, সিপিবিসহ বামেরা শেখ মুজিবের বাকশালের সহযোগী ছিলো, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

আজ ১২ মে (সোমবার) নিজের ফেসবুক পেজের একটি পোস্টে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একাত্তর প্রশ্নে স্বাধীনতার বিরোধীতার জন্য বামদের অবশ্যই ক্ষমা চাইতে হইবে। ওরা মুক্তিযুদ্ধকে দুই কুত্তার লড়াই বলতো। পাশাপাশি রাজাকার হিসেবে ধর্মপ্রাণ মুসলমান ও দাড়ি-টুপিওয়ালাদের প্রতিষ্ঠিত করার জন্য সিপিবিসহ তার কালচারাল উইং যে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে এজন্য তাদের ক্ষমা চাইতে হইবে। ১৯৭৫ সালে সিপিবি শেখ মুজিবের সঙ্গে এদেশে একদলীয় বাকশাল কায়েম করে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করে। বিরোধী মতকে দমন করে এবং হাজার হাজার বাকশাল বিরোধীকে khun করে। এজন্য আওয়ামী লীগের পাশাপাশি সিপিবিকেও মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে। কথা পরিষ্কার। একাত্তর আমাদের শিকড়। তাই একাত্তরে যারা বিরোধিতা করেছে এবং এর পরবর্তী সময়ে যারা এর চেতনাকে শেষ করেছে সবাই সমান অপরাধী। বাকশাল সিপিবির বিচার চাই। স্বাধীনতা বিরোধী বামদের বিচার চাই।

সূত্র: https://www.facebook.com/share/p/1DYT2ay7D1/

ফারুক

আরো পড়ুন  

×