
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টাপাল্টি গোলাগুলির অভিযোগ তুলেছে দুই দেশ। এতে যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময় পরই দুই পক্ষের সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে।
সপ্তাহব্যাপী তীব্র কূটনৈতিক আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপে দীর্ঘ ৪৮ ঘণ্টার চেষ্টায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। ঘোষণার এক ঘণ্টার মধ্যেই জম্মু-কাশ্মীরে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত।
ভারতের দাবি, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সীমান্তে গোলাগুলি শুরু করেছে। দিল্লির অভিযোগ, এতে একটি বড় ধরনের আঞ্চলিক সংকট তৈরি হতে পারে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, "যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের এ ধরনের পদক্ষেপ চুক্তির চরম লঙ্ঘন।"
অন্যদিকে, পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে বরং ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "আমরা যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ভারতও বারবার চুক্তি লঙ্ঘন করছে।"
বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে যেকোনো জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং উভয় পক্ষের সেনাবাহিনীর সংযম দেখানো এখন অতীব গুরুত্বপূর্ণ।
সংঘর্ষের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এমন যুদ্ধবিরতি ভঙ্গ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
বর্তমানে উভয় দেশই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে এবং পাল্টাপাল্টি বিবৃতির মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে করে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আঁখি