
ছবি : সংগৃহীত
জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) তার ফেসবুক টাইমলাইনে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, "ইরেশ যাকের কে হত্যা মামলার আসামী! মানে এই লিস্ট গুলা বানায় কারা? এরা কি আসলেই চায় জুলাই অপরাধীদের বিচার হোক? কাজে কর্মে তো মনে হয় না।"
তার এই মন্তব্যের পেছনের ঘটনা হলো- রাজধানীর মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় অভিনেতা ও ব্যবসায়ী ইরেশ যাকেরসহ মোট ৪০৬ জনকে আসামি করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর সময় পুলিশের গুলিতে নিহত হন শ্রাবণ। তবে মৃত্যুর প্রায় নয় মাস পর, গত ২০ এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি রাজধানীর মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, সালমান এফ রহমানসহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক আইজিপি, ঢাকার সাবেক পুলিশ কমিশনার ও বিভিন্ন পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের নামও রয়েছে মামলার আসামিদের তালিকায়।
মামলার ১৫৭তম আসামি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা ইরেশ যাকের।
উল্লেখযোগ্য যে, মামলার কয়েকদিন আগে, ২৫ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) কর ফাঁকির অভিযোগে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের (এশিয়াটিক এমসিএল) সব ব্যাংক হিসাব জব্দ করে। প্রতিষ্ঠানটি এশিয়াটিক থ্রিসিক্সটির মূল সংস্থা। ইরেশ যাকের এর ব্যবস্থাপনা পরিচালক এবং তার মা সারা যাকের প্রতিষ্ঠানটির চেয়ারপারসন।
আঁখি