ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

নিজস্ব সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ০০:৩৫, ২৮ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগী শিশুটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ধর্ষকের নাম সাব্বির হোসেন (২০)। সে একই এলাকার রাহাতের ছেলে। ঘটনার পর থেকে সাব্বির পলাতক রয়েছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সাব্বির তামাকের কাঠি কোড়ানোর টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে একটি ভূট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সাব্বিরকে ধাওয়া করলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং তার পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, "শিশুটির শারীরিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটি এখন শঙ্কামুক্ত তবে শারীরিকভাবে দুর্বল। তার উন্নত চিকিৎসা এবং দ্রুত অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, গতকাল এক ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিশুটির বাবা একটি মামলা (ধারা ৯(১) মামলা নং ২৬ তাং ২৬ এপ্রিল ২০২৫) দায়ের করেছেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত ধর্ষককে আইনের আওতায় আনার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার