ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যশোরে বাসা ভাড়া নিয়ে অচেতন করে ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট, আটক ৫

স্টাফ রিপোর্টার, যশোর অফিস 

প্রকাশিত: ১৮:৫৮, ২৭ এপ্রিল ২০২৫

যশোরে বাসা ভাড়া নিয়ে অচেতন করে ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট, আটক ৫

ছবি: জনকণ্ঠ

যশোর শহরতলীর রামনগর কলুপাড়ায় বাসা ভাড়া নেওয়ার ছলে বাড়ির সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় ডিবি পুলিশের অভিযানে পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া কিছু স্বর্ণালঙ্কারও।

আটক ব্যক্তিরা হলেন খুলনার ফুলতলা উপজেলার উত্তর ডিহি গ্রামের মামুন মিয়া (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেলবাড়ী গ্রামের জাহারুল (৪৫), একই উপজেলার কলারদনিয়া গ্রামের মারুফা (৩৫), খুলনার শিরোমনি এলাকার যোগীপোল গ্রামের লিটন (৪৭) এবং দৌলতপুর উপজেলার পাবলা সাহাপাড়া এলাকার বিপ্লব কর্মকার (৫০)।

ভুক্তভোগী শারমিন সুলতানা শান্তা যশোর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে দুই পুরুষ ও দুই নারী বাসা ভাড়া নিতে তার বাড়িতে আসেন। তারা মাসিক ৩ হাজার টাকায় ভাড়ার চুক্তি করেন এবং এক হাজার টাকা অগ্রিম দেন। পরে পুরুষ দুইজন চলে গেলেও নারী দুইজন থেকে যান।

১৭ এপ্রিল রাত ১১টার দিকে ওই দুই নারীর ভাগ্নে পরিচয়ে এক ব্যক্তি খাবার নিয়ে আসেন। খাবারে চেতনানাশক মেশানো ছিল। খাওয়ার পর ভুক্তভোগী পরিবারসহ পাশের ভাড়াটিয়ারাও অচেতন হয়ে পড়েন। এ সুযোগে প্রতারক চক্র নগদ দুই লাখ টাকা ও আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

অচেতন অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। ডিবির ওসি মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে বিশেষ টিম ২৬ এপ্রিল অভিযান চালিয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থেকে জহুরুল ও মারুফাকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয় একটি স্বর্ণের রুলি, দুটি চুড়ি, একটি চেইন ও এক জোড়া দুল। পরে তাদের তথ্য অনুযায়ী খুলনার ফুলতলা থেকে মামুন মিয়া এবং দৌলতপুর এলাকা থেকে লিটন ও বিপ্লব কর্মকারকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি স্বর্ণের চেইন ও ১ আনা ১ রতি ওজনের গলিত স্বর্ণ।

ডিবির ওসি মনজুরুল হক ভুঞা জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে একই কৌশলে প্রতারণা করে আসছিল। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার