ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ইউএনও বরাবর

নিজস্ব সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর।

প্রকাশিত: ১৮:২২, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২৩, ২৫ এপ্রিল ২০২৫

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ ইউএনও বরাবর

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসি বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে দশম শ্রেণীর বায়েজিদ, মুবিন, গিয়াস, সুমিসহ ৩৯ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দিয়েছেন। 

অভিযোগে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের গাছ ৮ লক্ষ টাকা বিক্রি করেছেন ও পুরাতন ভবন বিক্রি করেছেন। শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা স্কুলে আসে না। বিদ্যালয়ের বেঞ্চের জন্য জেলা পরিষদ এক লক্ষ টাকা বরাদ্দ দেয় কিন্তু নতুন বেঞ্চ না বানিয়ে পুরাতন বেঞ্চে জেলা পরিষদ লিখে দিয়েছেন, স্কুলের বাউন্ডারি ভাঙ্গা, বহিরাগতরা বিরক্ত করে, স্কুলের সাইন্সের কোন যন্ত্রপাতি নেই, যার কারণে বিজ্ঞান বিষয়ে ব্যবহারিক কিছুই হয় না, অথচ সাইন্স ল্যাবের জন্য ৯৫ হাজার টাকা বরাদ্দ এসেছে, আইসিটি রিলেটেড কোন সানগ্রী নেই, আইসিটি ব্যবহারিক কিছুই হয় না, স্কুলে তেমন কোন সহ-শিক্ষা কার্যক্রম হয় না, বার্ষিক শিক্ষা সফরের টাকা নেই বলে বার্ষিক শিক্ষা সফরে নেয়া হয় না, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতি প্রতিযোগিতার ব্যবস্থা করেন না, বিদ্যালয়ে বিভিন্ন দিবস উদযাপনে তিনি অনুউৎসাহিত করেন, এ বছরে পহেলা বৈশাখ অনুষ্ঠানের জন্য অধিদপ্তরের নির্দেশনা থাকতেও আগ্রহ দেখাননি, ছাত্র-ছাত্রীদের সাথে শক্ত মেজাজে কথা বলেন এবং মাঝে মাঝে এসেম্বলিতে দাঁড় করিয়ে বেধড়ক পিঠানসহ ১৭ টি অভিযোগ উল্লেখ করে অভিযোগে।

গত বুধবার স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুনের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের সামনে বোয়ালমারী-মোহাম্মদপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছায়ে শিক্ষার্থীদের শান্ত করে আশ্বাস দিয়ে ক্লাসে ফিরিয়ে দেন।

অভিযোগের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণ বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যত অভিযোগ সবই মিথ্যা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি তানভীর হাসান চৌধুরী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার