ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জামালপুরে জমির দলিল রেজিস্ট্রেশনে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

নিজস্ব সংবাদদাতা, জামালপুর

প্রকাশিত: ২২:৫৯, ১৬ এপ্রিল ২০২৫

জামালপুরে জমির দলিল রেজিস্ট্রেশনে দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ, হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল সরিষাবাড়ী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা গেছে, দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সেবাপ্রার্থীরা নিয়মিতভাবে ঘুষের চাপ ও হয়রানির শিকার হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তে নামে এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানকালে দুদক কর্মকর্তারা অফিসে উপস্থিত সেবাপ্রার্থী, দলিল লেখক, অফিস সহকারী এবং সাব-রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন।

এছাড়া অভিযানের সময় তারা অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে এসব তথ্য ও নথির ভিত্তিতে দুদকের পক্ষ থেকে কমিশনে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার মো. মহসিন উদ্দিন আহমেদ জনকণ্ঠকে বলেন, সারাদেশে ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে দুদকের অভিযান চালানো হয়েছে। তারই অংশ হিসেবে সরিষাবাড়ীতেও অভিযান হয়। দুদক টিম অফিসে এসে সেবাপ্রার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তারা যে-সব রেকর্ডপত্র চেয়েছেন, তার কিছু সঙ্গে সঙ্গে দিয়েছি। বাকিগুলো দ্রুত সময়ের মধ্যেই পাঠানো হবে।

জামালপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ নেয়া ও নিয়মবহির্ভ‚ত কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে সরিষাবাড়ী সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা হয়েছে। এসব বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।

সজিব

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার