ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাগেরহাটে অর্থসংকটে শিক্ষাজীবন ব্যাহত হবে না: জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৮:৫৯, ১৬ এপ্রিল ২০২৫

বাগেরহাটে অর্থসংকটে শিক্ষাজীবন ব্যাহত হবে না: জেলা প্রশাসক

বাগেরহাট জেলার ২০২৪ সালের এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল পর্যায়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের আয়োজনে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান। তিনি বলেন, "অর্থসংকটে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন ব্যাহত হবে না। আমরা সবসময়ই সচেষ্ট থাকি যাতে মেধাবীরা প্রয়োজনীয় সহযোগিতা পায়।"

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মোঃ ফকরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. ছায়েদুর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৩ জন কৃতি শিক্ষার্থীকে মোট ১৭ লাখ ৭০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে ভাস্কর দেবনাথ বাপ্পি বলেন, "বিজ্ঞানমনস্ক ও মর্যাদাপূর্ণ একটি উন্নত বাংলাদেশ গড়তে হলে মেধার যথাযথ বিকাশ অত্যন্ত জরুরি। দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর অগ্রযাত্রায় বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে জেলা পরিষদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।"

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার