ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফেনী জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী

ওছমান হারুন মাহমুদ, নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৬:৫০, ১১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:১২, ১১ এপ্রিল ২০২৫

ফেনী জেনারেল হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী

ছবি: সংগৃহীত

ফেনীতে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়াজনিত রোগ। কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রোগীর স্বজনদের। অপরদিকে এসব রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। 

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১২ টি ওয়ার্ডের ৪শ জন রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতলে ১৮৬ জন রোগী ভর্তি হয়েছে এবং জরুরী বিভাগ থেকে ৩শ রোগী চিকিৎসা নিয়েছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৭৩ জন। ডায়রিয়া ওয়ার্ডে ১৭ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৪৫ জন। হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ২৬ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন এবং পুরুষ ওয়ার্ডে একই শয্যার বিপরীতে রোগী ৫৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্তদের বেশিরভাগ শিশু ও নারী। যারা জ্বর, সর্দি, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। সিট না পেয়ে অধিকাংশ রোগীকে মেঝেতে বিছানা করে চিকিৎসা নিতে দেখা গেছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীর স্বজনদের। 

প্রতিদিনই গড়ে ১৫-২০ জন শিশু ভর্তি হচ্ছে। প্রচণ্ড গরমের প্রভাবে রোগীর চাপ বেড়েছে। রোগীর চাপের কারণে চাইলেও কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নার্স ও ডাক্তাররা।

হাসপাতালে রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলছে। বিশেষ করে পুরুষ মেডিসিন ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ড ও লেবার ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে শিক্ষকসহ নার্সদের। তারপরও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: রফিকুল ইসলাম। 

ফেনীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর।

মায়মুনা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার