ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়লো চেয়ারম্যানের ঘর, ষড়যন্ত্র না আত্মঘাতী কৌশল?

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩:০০, ৯ এপ্রিল ২০২৫

আগুনে পুড়লো চেয়ারম্যানের ঘর, ষড়যন্ত্র না আত্মঘাতী কৌশল?

ছবি: জনকণ্ঠ

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খলিশাখালী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ এপ্রিল) ভোররাতে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাবেক ইউপি চেয়ারম্যান। তাঁর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বসতবাড়িতে আগুন দিয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে নাটক বলে অভিহিত করেছেন। তাঁদের ধারণা, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ডেভিড সুরঞ্জন বিশ্বাস প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

চেয়ারম্যান দাবি করেন, ঘটনার রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ শব্দ শুনে জানালা খুলে দেখেন, ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে ঘরে আগুন ধরিয়ে দেয়। "আমি দরজা খুলে বাইরে এসে চিৎকার দিই। আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়।" অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তাঁর মূল্যবান কাগজপত্রসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরও জানান, তাঁর প্রতিবেশী গোকুল বিশ্বাস ও গৌতম বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁর ধারণা, তারাই এই আগুন লাগানোর পেছনে জড়িত থাকতে পারেন।

অন্যদিকে গোকুল বিশ্বাসের স্ত্রী স্বপ্না রানী বিশ্বাস জানান, "চেয়ারম্যান ডেভিড সুরঞ্জন বিশ্বাসের কাছে আমাদের ৮০ হাজার টাকা, ৪০ মন ধান এবং তাঁর মাছের ঘেরে আমাদের এক বিঘা জমি পাওনা আছে, যা তিনি জোরপূর্বক দখল করে রেখেছেন। হয়তো আমাদের দমন করতেই তিনি মিথ্যা অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছেন।"

এ বিষয়ে এলাকার প্রবীণ মুরব্বি অমল বালা জানান, "গোকুল বিশ্বাস ও গৌতম বিশ্বাস চেয়ারম্যানের কাছে টাকা ও জমি পাবেন। হয়তো তিনি নিজের হীন স্বার্থ চরিতার্থ করতে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করছেন।"

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদীর অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার