ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় তিন দিনেও সম্ভব হয়নি ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

প্রকাশিত: ১২:০৯, ২ এপ্রিল ২০২৫

সাতক্ষীরায় তিন দিনেও সম্ভব হয়নি ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বেড়িবাঁধের ভাঙনকবলিত এলাকা দুই দিনেও সংস্কার করা সম্ভব হয়নি। ইতোমধ্যে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। সম্পূর্ণ প্লাবিত হয়েছে ৫টি গ্রাম, এছাড়া আংশিক প্লাবিত গ্রামের সংখ্যা কমপক্ষে ৭টি।

এদিকে, মঙ্গলবার সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াৎ হোসেন দ্রæত বেড়িবাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছেন।

এর আগে ঈদের দিন সোমবার সকাল ৯টার দিকে পাউবো বিভাগ-২-এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহিম সরদারের মৎস্য ঘেরের পাশ থেকে প্রায় দুইশ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায়। হাজার হাজার স্থানীয় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুই দফায় ভাঙন পয়েন্টে বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা চালালেও তা জোয়ারের তোড়ে ভেসে যায়।

ফলে গত দুই দিনেও বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় ইতোমধ্যে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার সহস্রাধিক মানুষ বর্তমানে বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। গরু-ছাগল, হাঁস-মুরগি, এবং গৃহস্থালির মালামাল নিয়ে এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এদিকে, বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে আনুলিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আজ বুধবার সকালে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. মেসবাহ কামাল মুন্না সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ভাঙন এলাকা পরিদর্শনে যাবেন বলে জানাগেছে।

আফরোজা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার