
পানিতে ডুবে মৃত্যু
কুমিল্লায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলার ব্রাহ্মণপাড়া ও দাউদকান্দিতে এ ঘটনা ঘটে।
উপজেলার মাধবপুর ইউনিয়নের বনানী এলাকার প্রবাসী শামসুল আলমের মেয়ে সিনথিয়া আক্তার (২) এবং একই এলাকার হাসান মিয়ার মেয়ে হাসিবা আক্তার (২) পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তারা দুজনে আপন চাচাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলতে যায় সিনথিয়া ও হাসিবা। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির উত্তর পাশে পুকুরে গিয়ে দেখেন সিনথিয়া ও হাসিবা পানিতে ভাসছে। স্বজনরা তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মাগরিবের নামাজের পর পারিবারিক গোরস্থানে হাসিবা ও সিনথিয়াকে দাফন করা হয়েছে। তাদের এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ বলেন, ঘটনাটি শুনেছি। কেউ কোনো লিখিত অভিযোগ না দেওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অপরদিকে আজ সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে সাহিদুল হক (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার ওয়াছেক হকের ছেলে।
শিশুটির দাদা আব্দুল জব্বার জানান, বাড়ির উঠানে খেলা করার সময় ডোবার পানিতে পড়ে যায় সাহিদুল। বহু খোঁজাখুজি করেও পাওয়া যায়নি তাকে। পরে মরদেহ ভেসে উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তাছাড়া কেউ কোনো অভিযোগ করেনি।
এবি