ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

প্রকাশিত: ২২:৫১, ১৬ নভেম্বর ২০২৩

জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ

জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ

আসন্ন জলবায়ু সম্মেলনকে (কপ-২৮) সামনে রেখে ‘জলবায়ু সুবিচার’ এর দাবিতে সাতক্ষীরায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত এই সমাবেশে অংশ নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ জলবায়ু ন্যায্যতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশে^র উন্নত দেশগুলো বিগত সময়ে কার্বন নিঃসরণের হার কমানো ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি । এরই মধ্যে প্রাণ-প্রকৃতি, মাটি, পানি, স্বাস্থ্য, কৃষি ও সুন্দরবনে বৈরী অবস্থার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা উপকূলীয় এলাকার মানুষ জায়গা-জমি, ঘর-বাড়ি এমনকি কাজ হারিয়ে সংকটাপন্ন জীবনযাপন করছে। জলবায়ু পরিবর্তনসহ নানা সংকটে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে লাখ লাখ মানুষ।  একই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করার দাবি দুবাই সম্মেলন পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা নিতে হবে। সমাবেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের প্রতি অবিলম্বে জলবায়ু তহবিল গঠনের দাবি জানানো হয়।
সমাবেশে পরিবেশকর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন  জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, উন্নয়নকর্মী মাধব চন্দ্র দত্ত,   কবি সরদার গিয়াস উদ্দীন, কোস্টাল ইয়ূথ নেটওয়ার্কের সভাপতি রাইসুল ইসলাম, শিক্ষা সংস্কৃতি ও  বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি হাবিবুল হাসান,  ভলেন্টিয়ার ফর বাংলাদেশের তরিকুল ইসলাম, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।


জলবায়ু পরিবর্তন নিয়ে কর্মশালা
নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট থেকে জানান, মোরেলগঞ্জে ইউপি সদস্যদের জেন্ডার অন্তর্ভুক্তের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বারইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন পানিই জীবন প্রকল্পের আয়োজনে হেলভেটাস বাংলাদেশ-এর অর্থায়নে এক দিনের এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইখালী ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালমা বেগম। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী দিপালী বিশ্বাস।


পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
 নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ ফুলছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অন্য শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামের রিপন আহম্মেদ ঝন্টুর ছেলে মিরাজ (৪) ও মেয়ে রুকাইয়া (৩) পুকুরের পাড়ে খেলতে থাকা অবস্থায় পানিতে পড়ে যায়। এ সময় বাড়ির আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও মিরাজকে (৪) মৃত অবস্থায় উদ্ধার করে।

×