ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কালকিনিতে সৈয়দ আবুল হোসেন স্মরণসভা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২১:২৬, ১০ নভেম্বর ২০২৩

কালকিনিতে সৈয়দ আবুল হোসেন স্মরণসভা

সৈয়দ আবুল হোসেন

মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য প্রয়াত  সৈয়দ আবুল হোসেনের জীবনী ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরেন রাজনৈতিক সহকর্মীরা। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এম.পি তাহমিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদার ও সাবেক ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সবুজ প্রমুখ। উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৪ অক্টোবর ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আবুল হোসেন।

×