ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

যাত্রীবাহী বাস পানিতে, প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ২০:২৪, ১৯ অক্টোবর ২০২৩

যাত্রীবাহী বাস পানিতে, প্রাণ হারাল একই পরিবারের ৩ জন

দুর্ঘটনা কবলিত বাস

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলির বানিয়াপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাকে চাপা দিয়ে যাত্রীবাহী বাস পানিতে পড়ে গেলে এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ নারী নিহত হয়েছেন। ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত রশিদ হাজারীর স্ত্রী রোসিয়া বেগম(৬৩),তার বোন বারপাড়া গ্রামের মৃত রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা(৬৫) ও তার পুত্রবধু সুমাইয়া আক্তার(২৬)। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। 

খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সার আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। 

আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 

জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জিংলাতলির বানিয়াপাড়া নামক স্থানে ঢাকা থেকে নোয়াখালী গামী 
কে.কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টো দিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পানিতে পড়ে গেলে হতাহতের এ দুর্ঘটনা ঘটে। 

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মহসিন জানান, দুর্ঘটনায় নিহত তিনজন একই পরিবারের। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। বাসটির চালক ও হেলপার পলাতক। 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছেন।

 

এসআর

×