ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

রাণীশংকৈলে পাঁচশ’ একর বনভূমি বেদখল

নিজস্ব সংবাদদাতা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২২:১১, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাণীশংকৈলে পাঁচশ’ একর বনভূমি বেদখল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফিরিঙ্গাদিঘী বনভূমি দখল করে কৃষি কাজ

ধর্মগড়, কাশিপুর, ফরিঙ্গাদিঘী ও বাহেরপাড়াসহ অন্য বনভূমির ৫১৯.৩২ একর জমির প্রায় ৫০০ একর জমি দখলে নেই বনবিভাগের। বেদখলে থাকা এসব বনভূমি উদ্ধারেরও তৎপরতা নেই কর্তৃপক্ষের। বন কর্মকর্তাদের দুর্নীতি এবং বিভিন্ন স্তরের স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতার দাপটে এসব বনভূমি বেদখলে চলে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। 
অভিযোগ রয়েছে স্থানীয়রা বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে বন উজাড় করে সেখানে সামাজিক বনায়নের নামে কৃষিকাজ, আম বাগান ও স্থায়ী আধাপাকা স্থাপনা নির্মাণ করেছে। বন কর্মকর্তাদের যোগসাজশে প্রতিনিয়তই কাটা হচ্ছে গজারি শালসহ বিভিন্ন প্রজাতির গাছ। রাতদিন সমানতালে চলছে বননিধন। এক সময় যেখানে গভীর অরণ্যে ও দিনের আলোয় চলাচল করার সাধ্য ছিল না, সেখানে পরিণত হয়েছে লোকালয় ও ফসলি জমিতে। এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক (দিনাজপুর) নূরুন্নাহার জানান, এসব জমি তো অনেক আগেই বেদখল হয়ে গেছে। আমাদের জনবল সংকট রয়েছে। তারপরও বনভূমির জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া বন কর্মকর্তারা দখলকারীদের চিহ্নিত করে তালিকা প্রণয়ন করেছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বনবিভাগের তো আলাদা দপ্তর রয়েছে। উদ্ধারের বিষয়ে যদি তারা আমাদের সহযোগিতা চায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।

অভয়নগরে খাসজমি দখলমুক্ত করার দাবি
নিজস্ব সংবাদদাতা, নওয়াপাড়া, যশোর থেকে জানান, অভয়নগরের তালতলাহাটসহ ৪৮০ শতাংশ খাস জমি দখলমুক্ত করার দাবিতে নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডবাসী বুধবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে মানববন্ধন করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ দখল উচ্ছেদ করা না হলে স্মারকলিপি পেশ, ঝাড়ু মিছিল, অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।  বুধবার দুপুরে মানববন্ধনের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী।

বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মিজানুর রহমান, প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ জাহাঙ্গীর বিশ্বাস, কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, কাউন্সিলর বিপুল শেখ, কাউন্সিলর রোকেয়া বেগম, কাউন্সিলর রাশেদা বেগম লিপি, যুবলীগ নেতা শেখ জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা খন্দকার আল ইমরান, ছাত্রলীগ নেতা মির্জা জামিল আহমেদ তমাল, বাস্তহারা লীগ নেতা সবুর খান, যুবলীগ নেতা রনি হাওলাদার, আবু বায়েজিদ খান মিতুল প্রমুখ।

×