
কুষ্টিয়ার দৌলতপুরে বেহাল সড়কে সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি
দৌলতপুর উপজেলার ক্ষুদ্র শিল্পনগরী আল্লারদর্গা বাজারের প্রধান সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ভেঙ্গে জরাজীর্ণ ও খানাখন্দকে পরিণত হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলেই সড়কটিতে হাঁটু পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কুষ্টিয়ায় যোগাযোগের প্রধান ও জনবহুল সড়ক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলতে গিয়ে পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। বিশেষ করে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে প্রায় ১ কি. মি. সড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। ভেঙে বড় বড় গর্তে পরিণত হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বিভিন্ন পরিবহন ও পণ্যবাহী পরিবহন চলাচল করছে।
আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন জানান, জনবহুল এই সড়কটির দুইপাশে দখল ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় আল্লারদর্গা বাজারে প্রায় ১ কি. মি. এলাকা সড়ক ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি অবস্থার সৃষ্টি হয়। কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান জানান, আল্লারদর্গা বাজারের সড়কের ভেঙে যাওয়া অংশটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৌলতপুরের জনবহুল ও কুষ্টিয়া জেলায় যোগাযোগের অন্যতম প্রধান সড়কটি শুধু আশ্বাস নয়, দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমানোর দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।