ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বাবার চার্জে দেয়া অটোরিকশার বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ২১:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৩

বাবার চার্জে দেয়া অটোরিকশার বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু 

ভোলা জেলা। 

ভোলা সদর উপজেলায় বাবার চার্জে দেওয়া অটোরিকশার সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াদ (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ভোলার ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. টুলু মাতাব্বরের ছেলে ও স্থানীয় তালুকদার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

স্থানীয় সূত্র ও নিহতের চাচাতো ভাই মো. রিয়াজ সাংবাদিকদের জানান, দুপুরের দিকে রিয়াদের ঘরের সামনে তার বাবার অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। এ সময় রিয়াদ অটোরিকশার পাশ দিয়ে যাওয়া সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার মা দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

এম হাসান

×