ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছুড়িকাঘাত, নিহত ১ 

নিজস্ব সংবাদদাতা, ভোলা 

প্রকাশিত: ১৯:০৮, ৯ সেপ্টেম্বর ২০২৩

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছুড়িকাঘাত, নিহত ১ 

ছুরিকাঘাতে মোঃ রাসেল (১৯)  নামে এক জেলের মৃত্যু হয়েছে।

ভোলা সদর উপজেলার ইলিশায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিকে জেরে ছুরিকাঘাতে মোঃ রাসেল (১৯)  নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ প্রধান আসামি মো: রিয়াজকে আটক করেছে।

শনিবার সকালে ইলিশা মাছ ঘাট এলাকায় এঘটনা ঘটে। নিহত রাসেল ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোঃ তোফাজ্জেল হোসেন ভান্ডারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ইলিশা মাছ ঘাটে আক্তার মাঝির নৌকার জেলে রাসেল ও রিয়াজ জাল সেলাই করছিলেন। এসময় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াজ জাল কাঁটার ছুড়ি দিয়ে রাসেলের গলায় আঘাত করলে সে মাটিতে লুটিযে পড়ে। 

এসময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা ইলিলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়েছে এবং হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
 

এস

×