
ভোলার বোহানউদ্দিনে ব্যবসায়ী মোশারেফ হোসেনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিন উপজেলায় মোশারেফ হোসেন ওরফে মশু সিকদার (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন থানার সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। পরে তারা একই দাবিতে বোরহানউদ্দিন বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরসভার সাবেক কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আলী হীরা, পৌর শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম রাড়ি, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন খোয়াজ প্রমুখ। এ সময় বক্তারা মোশারেফ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ সময় বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজিব মানববন্ধনকারীদের সঙ্গে সহমত প্রকাশ করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।