ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় বৃক্ষ নিধন চক্র ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ০০:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৩

কুষ্টিয়ায় বৃক্ষ নিধন চক্র ধরাছোঁয়ার বাইরে

এভাবেই কুমারগাড়ায় জিকে সেচ খালপাড়ের গাছ কর্তন করে দুর্বৃত্ত চক্র 

স্থানীয় প্রভাবশালী চক্র পৌরসভার কুমারগাড়া এলাকায় দিনে দুপুরে জিকে সেচ খালের দুই পাড়ের অন্তত ৭শ’ তাজা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কতর্ৃৃপক্ষ গাছ নিধনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে থানায় লিখিত অভিযোগ দিলেও দুর্বৃত্ত চক্র রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। এদিকে ঘটনার প্রাথমিক সত্যতা স্বীকার করে পুলিশ বলছে, বিষয়টি এখনো তদন্তাধীন। বিসিকের পাশে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কালভার্ট থেকে শুরু করে পূর্বদিকে প্রায় ২ কিমি পর্যন্ত ক্যানেলের দুই পাশে অন্তত ৭শ গাছ ছিল। অপর জনৈক যুবক জানান, গাছ কাটার সিদ্ধান্তের সঙ্গে স্থানীয় কাউন্সিলর এজাজুল হাকিম এবং জিকে সেচ বিভাগের কর্মকর্তা আফজাল হোসেন জড়িত।

তাদের নেতৃত্বেই গাছগুলো কাটা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ২০নং ওয়ার্ড কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, ‘কে গাছ লাগিয়েছে, আর কে কেটেছে, এসবের আমি কিছু জানি না এবং আমার নেতৃত্বে গাছ কাটা হয়ছে এটা সম্পূর্ন মিথ্যা’। পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার সেচ সম্প্রসারণ কর্মকর্তা আফজাল হোসেন দাবি করেন, ‘এই গাছ কাটার ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে আমি কিছু জানি না। তবে স্থানীয় বাসিন্দারা নিজ নিজ বাড়ির সামনে থেকে কিছু গাছ কেটে নিয়েছে বলে তিনি জানান’। 
এ ব্যাপারে কুষ্টিয়া সামাজিক বনায়ন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির বলেন, ‘পরিবেশ ও জীবন বাঁচাতে বনায়ন ও বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। এই অবস্থায় অবৈধভাবে কেউ বৃক্ষ নিধন করেছে এমন খবর পেলে সামাজিক বনবিভাগ সব সময়ই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।’ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ‘কুমারগাড়ায় সেচ খালের উভয় পাড় থেকে স্থানীয় একটি দুর্বৃত্ত চক্রের বিভিন্ন জাতের গাছ কেটে নেওয়ার প্রাথমিক সত্যতা পাবার পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিতভাবে জানিয়েছি’। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, ‘গাছ কাটার ঘটনাটির প্রাথমিক সত্যতা পাওয়া গেলেও বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

×