
পাবনার সাঁথিয়া থানা।
বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে সঙ্গে থাকা দুই বন্ধুর ছুরিকাঘাতে শেখ শাহানুর রহমান (৩২) নামের এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডিপুর রেলস্টেশনের পাশে বুধবার (৯ আগস্ট) এ ঘটনা ঘটে।
আরও পড়ুন :ফেসবুক মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধারণা ভেঙে দিল গবেষণা
শাহানুর রহমান পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের বিরাহিমপুর বাজার এলাকার আবু বক্কর শেখের ছেলে। তিনি আহম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী ছিলেন।
সাঁথিয়া থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, তারা তিনজন তাদের এক বান্ধবীকে নিয়ে বাড়ির আশপাশে ঘুরতে বের হন। কিন্তু একপর্যায়ে বান্ধবীর কোনো বিষয় নিয়ে তাদের বিরোধে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় শাহানুরকে অপর দুইজন ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে এ ঘটনা ঘটেছে। এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। অভিযুক্ত দুই ভাই মানিক ও মনিরকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয়েছে।
এম হাসান