
চরে আটকা ‘ফেরি কিষাণী’
নিম্ন চাপের প্রভাবে প্রচন্ড ঝড়ো বাতাস ও ঢেউয়ের আঘাতে ভোলার ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত হয়েছে। এতে দুই দিন ধরে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে দুই পাড়ে প্রায় দেড় থেকে দুই শতাধিক মালবাহী পরিবহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়ছেন এই রুটে ব্যবহারকারী যানবাহন চালকরা।
অপরদিকে মঙ্গলবার বিকেলে ঝড়ের কবলে পড়ে লক্ষ্মীপুর থেকে ১১টি মালাবাহী ট্রাক নিয়ে ছেড়ে ‘ফেরি কিষাণী’ ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার মেঘনা নদীর চরে আটকে যায়। বুধবার দুপুর পর্যন্ত ফেরিটি ওই চরে আটকে আছে। এছাড়া সকাল থেকে ঘাটটি সংস্কার কাজ শুরু হয়েছে।
স্থানীয় জানান, মঙ্গলবার দুপুরে গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠে ভোলার মেঘনা নদী। অতি জোয়ারে মেঘনার পানির ঢেউ এর আঘাতে ইলিশা ফেরিঘাটের ২টি পন্টুনের গ্যাংওয়ে বিধ্বস্ত হয়। এতে বন্ধ হয়ে পরে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। চরম দুর্ভোগে পরেছে দক্ষিনাঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম এই রুটের পরিবহন শ্রমিকরা। দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক যানবাহন।
বাসতলী বাজার এলাকার বাসিন্দারা জানান, ১১টি মালবাহী ট্রাক নিয়ে মজু চৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরি কিষাণী মেঘনা নদীর রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার একটি চরে উঠে যায়। ফেরিতে অনেক যাত্রীও ছিলো তারা বিভিন্ন ট্রলারযোগে চলে যায়।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ফেরি ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝড়ের কবলে পড়ে তীব্র স্রোতে ইলিশা ফেরি ঘাটের পন্টুন ক্ষতিগ্রস্ত হয়ে ঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মঙ্গলবার দুপুর থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে বুধবার সকাল থেকে ঘাটটি সংস্কারের জন্য কাজ চলছে।
এছাড়াও মঙ্গলবার দুপুরের দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ১১টি মালবাহী ট্রাক নিয়ে ছেড়ে আসা ফেরি কিষাণী হঠাৎ ঝড়ের কবলে পড়ে ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর গ্রামের বাসতলি এলাকার মেঘনা নদীর একটি চরে ওঠে যায়। তবে ফেরিটি এখনো ওই চরে আটকে আছে। জোয়ার আসলে ফেরিটি নামানো যাবে বলেও জানান তিনি। অপরদিকে দ্রুত ফেরির পন্টুন সংস্কার হলে আশা করা হচ্ছে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহত কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. সেলিম সাংবাদিকদের জানান, বুধবার সকাল থেকে ফেরিঘাটের পন্টুন সংস্কারে তারা কাজ করছেন। তবে জোয়ারের কারনে সংস্কার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচলা স্বাভাবিক করা যাবে বলেও জানান তিনি।
এস