ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শিক্ষকের বেকার ছেলের ৬০ লাখ টাকা দেনমোহরে বিয়ে

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা)

প্রকাশিত: ২০:৪৪, ১৩ জুলাই ২০২৩

শিক্ষকের বেকার ছেলের ৬০ লাখ টাকা দেনমোহরে বিয়ে

কাবিননামায় সাক্ষর করেন কনে

ভোলার লালমোহনে ৬০ লাখ টাকা দেনমোহরে শিক্ষকের বেকার ছেলের বিয়ে নিয়ে তোলপাড় চলছে। বুধবার রাতে বিয়ের কাবিননামার কপি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ওই শিক্ষক। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 

জানা যায়, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের ছেলে আহসান হাবিব রায়হানের সঙ্গে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার মেয়ের বিয়ে হয়। বিয়ের ওই কাবিনে কনের বয়স ১৮ বছর ৬ মাস দেখালেও তার পঞ্চম ও অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী, বয়স ১৬ বছর ৬ মাস। 

এর আগে, ছেলে-মেয়ে পালিয়ে গিয়ে গত ২ মার্চ ১ লাখ টাকা দেনমোহরে পাবলিক নোটারির মাধ্যমে নিজেরাই বিয়ে করে। পরে গত ৫ জুলাই বর-কনের পরিবারের সমঝোতায় পুনরায় ৬০ লাখ টাকা দেনমোহরে কাবিন করা হয়। যেখানে দেনমোহরের ৩৫ লাখ টাকা পরিশোধ দেখানো হয়েছে।

কাবিননামানিজের ফেসবুক আইডিতে ৬০ লাখ টাকা দেনমোহরে কাবিনের কপি পোস্ট করার বিষয়ে জানতে চাইলে শিক্ষক আবু তৈয়ব বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সেখান থেকে ভুয়া কাবিননামার কপি পোস্ট করা হয়েছে। এক লাখ টাকা দেনমোহরেই আমার ছেলের বিয়ের কাবিন হয়েছে।

এ ব্যাপারে লালমোহন পৌরশহরের নিকাহ রেজিস্টার কাজী মাওলানা মো. সাইফুল ইসলাম জানান, গত ৫ জুলাই ৬০ লাখ টাকা দেনমোহরে আমার কাছে তৈয়ব মাস্টার তার ছেলের বিয়ের কাবিন করান। এ সময় দুই পক্ষেরই লোকজন উপস্থিত ছিল।

অন্যদিকে লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, এতো টাকা দেনমোহরের বিয়েটি লালমোহনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছেলের কোনো চাকরি নেই। তবুও এতো টাকা দেনমোহরে কীভাবে কাবিন করা হয়। 

যতটুকু জানি; বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয় ছেলের আয়ের উপর নির্ভর করে। ওই ছেলের বাবা একজন শিক্ষক। অথচ এতো টাকা দেনমোহরের কাবিননামার ছবি আবার নিজের ফেসবুকে তিনি পোস্টও করেছেন। একজন শিক্ষক হয়ে তিনি কত টাকা বেতন পান, কত কোটি টাকার মালিক তিনি? আমরা বিষয়টি পরিষ্কারভাবে জানতে চাই।

 

 এসআর

×