ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ভুঁয়া এমবিবিএস ডাক্তারকে তিন মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ২০:৫৫, ৬ জুলাই ২০২৩

ভুঁয়া এমবিবিএস ডাক্তারকে তিন মাসের কারাদন্ড

কারাদন্ড 

নারায়ণগঞ্জের বন্দরে এম. এম. রহমান আল-মাহবুবী নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে তিন মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বন্দরের আমিন আবাসিক এলাকায় আল-মাহবুবীর নিজস্ব চেম্বারে অভিযান চালিয়ে এ দন্ডের আদেশ দেন। বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুঁয়া চিকিৎসক আল-মাহবুবী এমবিবিএস ডাক্তার হওয়ার কোন কাগজপত্র দেখাতে পারেননি। আরেকজনের নিবন্ধন নম্বরের আইডি নিয়ে তিনি ব্যবহার করে আসছিলেন। এ অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ এর ২৯ ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও অর্থ দন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।                                             

এমএস

সম্পর্কিত বিষয়:

×