ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৭:২৪, ২৮ মার্চ ২০২৩

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের ৬ গ্রামের প্রায় সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগসহ ৬ কিলোমিটার গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পযন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় পিরোজপুর ইউনিয়নের, ভাটিবন্দর, রতনপুর, জৈনপুর, জিয়ানগর, ভবনাথপুর, মরিচাকান্দিসহ ৬টি গ্রামের প্রায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। 

এ সময় তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান, সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুর রহমান, এসআই মো. ইমরান হোসেন, এসআই পঙ্কজ কান্তি সরকারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এতে প্রতি বছর সরকারের প্রায় তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছে। এমন অভিযোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
 

×