ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

প্রকাশিত: ২১:৫৫, ১৫ মার্চ ২০২৩

গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

ফাইল ছবি।

দুষ্কৃতকারীদের গুলিতে এবার এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। বুধবার (১৫ মার্চ) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

তিনি বলেন, বুধবার সকাল ৮টার দিকে আশ্রয় শিবিরের স্বেচ্ছাসেবক আব্দুর রশিদকে লক্ষ্য করে একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী উপর্যপুরি গুলি করে।

তিনি আরও বলেন, খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। গুলিবিদ্ধ আব্দুর রশিদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত আব্দুর রশিদ ক্যাম্পের আবুল বাশারের ছেলে। তিনি আশ্রয় শিবিরটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।

এমএম

×