
বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন
স্মার্ট বাংলাদেশ বির্ণিমাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি)’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ৯টায় বিআরটিএ নাটোর সার্কেলের আয়োজনে ২ শতাধিক লাইসেন্স প্রত্যাশীদের নিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। প্রথম দিনে এইসব লাইসেন্স প্রত্যাশীদের ফিঙ্গার ও পরীক্ষা নেয়া হয়। সহজে ড্রাইভিং লাইসেন্স পাবার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি সেবাগ্রহীতারা।
বিআরটিএ নাটোর সার্কেলের সহকারী পরিচালক এফ.এইচ.এম মঈদুর রহমান জানান, একই দিনে পরীক্ষা ও ফিঙ্গার নেবার ফলে সেবাপ্রত্যাশীদের সময় বেঁচে যাচ্ছে। এছাড়া লাইসেন্স কার্ড প্রস্তুত হলে তা ডাকযোগে গ্রহকদের বাড়িতে পৌঁছে যাবে। ফলে ভোগান্তি কমার পাশাপাশি দালালদের দৌরাত্ম্য কমে আসবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক শরিফুল ইসলাম, উচ্চমান সহকারী মিজানুর রহমান, ট্রাফিক পুলিশ পরিদর্শক সাদাকাতুল বারীসহ অন্যরা।
এসআর