
ম্যাপে সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে মহিলারদের ঝগড়াকে কেন্দ্র করে বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম আব্দুল হাই(৭০)। তিনি উপজেলার ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের মৃত রহিছ মিয়ার ছেলে আনফর আলী(৩২) ও নিহতের মেয়ে আছমা বেগম (২২) নামের আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঘাগটিয়া টেঁকেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার তাহিরপুর থানায় নিহতের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, মহিলাদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল হাই নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আনফর আলী নামের একজনকে আটক করেছে পুলিশ।
টিএস