
কক্সবাজার
কক্সবাজারের রামু গর্জনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ইরফান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নাইক্ষ্যংছড়ি বাস স্টেশন এলাকার শফি উল্লাহর পুত্র। রবিবার (১২ মার্চ) রামুর গর্জনিয়া মাঝিরকাটার মুচ গাছতলা নামক স্থানে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
নিহত ইরফানের সঙ্গে থাকা রামুর গর্জনিয়া মাঝিরকাটার বাসিন্দা শাহীন জানান, ইরফান তার বন্ধু। আজ সকালে মোটরসাইকের যোগে ছাগলখাইয়া নামক স্থানে রাবার বাগান দেখতে যাচ্ছিল। পথিমধ্যে মুচ গাছতলা নামক স্থানে পৌঁছালে ১০/১২ জন সন্ত্রাসী তাদের লক্ষ্য করে একের পর গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ইরফান। এ সময় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা এবং ১১ বিজিবি ছাগলখাইয়া বিওপি’র একটি দল ঘটনাস্থলে যায়।
এমএইচ