ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গফরগাঁও থেকে ৭টি ট্রেনে প্রধানমন্ত্রীর জনসভায় ছুটছেন নেতাকর্মীরা

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ১৪:২৮, ১১ মার্চ ২০২৩

গফরগাঁও থেকে ৭টি ট্রেনে প্রধানমন্ত্রীর জনসভায় ছুটছেন নেতাকর্মীরা

জনসভায় যাচ্ছেন কর্মীরা। ছবি: জনকণ্ঠ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে গফরগাঁওয়ের দলীয় নেতাকর্মীরা ট্রেনে ঝুলে ও দাঁড়িয়ে ময়মনসিংহে ছুটছেন। ট্রেনের মধ্যে তিল ধারণের ঠাঁই নেই। স্লোগানে স্লোগানে মুখরিত ট্রেন।

শনিবার (১১ মার্চ) সকাল থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। ট্রেন আসার সঙ্গে সঙ্গে উপচে পরা ভিড়। এ সময় হাজার হাজার নেতাকর্মীকে ট্রেনে ঝুলে এবং দাঁড়িয়ে ময়মনসিংহে যেতে দেখা যায়। ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ইঞ্জিন ও দরজায় ঠাঁই নিয়েছেন।

জানা যায়, বলাকা, কমিউটার, তিস্তা, মহুয়া  স্পেশাল ট্রেনে জনসভায় লোক নেয়া হয়। ৭টি ট্রেনে প্রায় অর্ধ লাখ লোক জনসভায় অংশ নেবে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের মাস্টার হারূন বলেন, স্পেশাল ট্রেনসহ ৭টি ট্রেনে করে প্রধানমন্ত্রীর জনসভায় লোকজন যাতায়ত করবে। কাওরাইদ, মশাখালী ও গফরগাঁও এই তিন স্টেশন থেকে যাত্রী উঠানামা করবে।

স্থানীয় এমপি জানান, ৫ বছরপর বাংলার মা ময়মনসিংহে আসবেন সে জন্য জনসভাকে সফল করতে, গফরগাঁও থেকে প্রায় ৫০ হাজার লোক জনসভা যাবে।

এসআর

×