
আটক ব্যক্তি
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র বিশেষ অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ সালাউদ্দিন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপারের অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তিনি সিলেটের গোয়াইনঘাটের শান্তিনগর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
এর আগে মঙ্গলবার রাতে পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক এ অভিযানকালে বাহুবলের মিরপুর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে মহাসড়কের আনফর উল্ল্যাহের দোকানের সামন থেকে ওই পরিমাণ ফেনসিডিল ও ব্যবহৃত গাড়িসহ তাকে আটক করা হয়েছে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১ জন পালিয়ে যায়।
এসআর