ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দীঘিনালায় সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

​​​​​​​পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি

প্রকাশিত: ২০:৩৬, ৮ মার্চ ২০২৩

দীঘিনালায় সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

দীঘিনালায় মাইনী নদীর ওপর নড়বড়ে বেইলি ব্রিজটি মঙ্গলবার সকালে ভেঙে পড়ে

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর ওপর নড়বড়ে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি মঙ্গলবার সকালে আবারও ভেঙে গিয়ে চলাচল বন্ধ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে পাথর বোঝাই ট্রাক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল্প সড়কে যাত্রীবাহী পরিবহন চলাচল করলেও পণ্যবাহী ট্রাক, লড়ি বন্ধ রয়েছে। ঘুরে বিকল্প সড়কে যাতায়াত করতে গিয়ে সময় খরচ বেড়েছে সাধারণ যাত্রীদের। সরু সড়কে অতিরিক্ত পরিবহনের চাপ পড়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় পর্যটকরা।

প্রশাসন বিকল্প হিসেবে দীঘিনালা থানা বাজার ব্রিজ দিয়ে পর্যটকবাহীসহ ছোট গাড়িগুলো পারাপারে ব্যবস্থা করেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল হক সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ধসে পড়া বেইলি ব্রিজটি সচল করার আশ^াস দিয়েছেন।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, ধসে পড়া বেইলি সেতুটি দ্রুত সচল করার উগ্যোগ নেওয়া হবে। দীর্ঘ দশকের বেশি সময় আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী বেইলি সেতুটি ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরো এক ধসে পড়েছিল।

খাগড়াছড়ি প্রশাসক জেলা শহিদুজ্জামান জানান বিকল্প সেতু দিয়ে নিরাপদে যাত্রী পরিবহন পারাপারে সতর্কতা মেনে চলতে জনগণকে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন।

খাগড়াছড়ির পুলিশ সুপার নাইমুল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করেছেন।

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জানান পার্বত্য চট্টগ্রামের সড়ক যোগাযোগ উন্নয়নে সরকারের প্রকল্প চলমান আছে জানিয়ে দ্রুত মাইনী নদীতে ব্রিজসহ অবশিষ্ট সকল অস্থায়ী সেতু আরসিসি ব্রিজে রূপান্তর হবে।

×