ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমপি’র সেক্রেটারি পরিচয়ে প্রতারনা 

নিজস্ব সংবাদদাতা, জামালপুর 

প্রকাশিত: ১৮:৩১, ৮ মার্চ ২০২৩

এমপি’র সেক্রেটারি পরিচয়ে প্রতারনা 

থানায় সাধারণ ডায়েরি 

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মির্জা আজমের ‘সেক্রেটারি’ পরিচয়ে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী রায়হান রহমতুল্লাহ রিমু বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমুর ব্যবহৃত মোবাইলে ফোন দিয়ে নিজেকে সংসদ সদস্য মির্জা আজমের ‘সেক্রেটারি’ নাদিম মোস্তফা পরিচয়দেন। 

এ সময় ওই প্রতারক বিকাশের মাধ্যমে ৭হাজার টাকা দাবি করেন। জিডিতে আরও উল্লেখ করা হয়, মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৌলভি শিক্ষকের জন্য বিনামূল্যে হজ্জের ব্যবস্থা করা হয়েছে। সেই হজ্জের ভিসা প্রসেসিং বাবদ ওই প্রতারক বিকাশের মাধ্যমে ৭হাজার টাকা পাঠাতে বলেন। 

এ সময় তিনি নিজেকে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মির্জা আজমের সেক্রেটারি নাদিম মোস্তফা পরিচয় দেন। পরে ওই প্রধান শিক্ষকের বিষয়টি সন্দেহ হলে তিনি ওই প্রতারকের পরিচয় জানতে চায়। তখন ওই প্রতারক একেক সময় একে রকম কথা বলে ফোন কেটে দেন। পরে ভবিষ্যত চিন্তা করে থানায় সাধারন ডায়েরি করেন। 

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ‘মির্জা আজম এমপি’র সেক্রেটারি পরিচয়ে টাকা দাবি করার বিষয়টি সন্দেহ জনক মনে হলে থানায় সাধারণ ডায়েরি করেছি। সাধারন ডায়েরির বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘এমপি’র সেক্রেটারি পরিচয়ে প্রতারনার চেষ্টার অভিযোগে থানায় জিডি হয়েছে। অভিযুক্ত প্রতারককে শনাক্তের চেষ্টা চলছে।

এমএস

×