ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় বিশুদ্ধ পানি পাবে ৫ হাজার পরিবার

​​​​​​​সংবাদদাতা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ৫ মার্চ ২০২৩

উল্লাপাড়ায় বিশুদ্ধ পানি পাবে ৫ হাজার পরিবার

নির্মিত হয়েছে বিশুদ্ধ পানি প্লান্ট

উল্লাপাড়া  পৌরসভায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুপেয় পানির প্লান্ট। প্লান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে উল্লাপাড়া পৌরসভার হাজার পরিবার সুপেয় পানি পাবে। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ইতোমধ্যে প্রথম ধাপের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। সুপেয় পানির প্লান্ট দৃশ্যমান দেখে আনন্দিত পৌরবাসী।

জানা যায়, প্রথম শ্রেণির পৌর শহরে যুগ যুগ ধরে চলে আসা সুপেয় পানির সংকট নিরসনের দাবি  পৌরবাসীর। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২০ সালের নভেম্বরে জিওবি, বিশ্ব ব্যাংক, এআইআইবি অর্থায়নে উল্লাপাড়া পৌর শহরের হাটখোলায় সুপেয় পানির প্লান্ট বসানোর কাজ শুরু হয়। পৌর শহরের ঘাটিনা এলাকায় করতোয়া নদীর পাশে ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। এখানে করতোয়া নদী থেকে মোটরের সাহায্যে পানি নিয়ে প্লান্টে বিশুদ্ধ করে তা পাইপলাইনের মাধ্যমে পৌরবাসীর বাসায় বাসায় পৌঁছানো হবে। প্রকল্পে প্রথম ধাপে প্লান্ট স্থাপনে ১৭ কোটি ৪৯ লাখ টাকা দ্বিতীয় ধাপে কোটি ৪৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, করোনা মহামারি ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সময় লেগেছে। চলতি বছরের মধ্যে প্লান্ট স্থাপনের কাজ শেষ হলে পাইপলাইনের কাজ করা হবে। এরপর গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ করা হবে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এসএম নজরুল ইসলাম বলেন, পৌরবাসীকে বিশুদ্ধ পানি পান করানো আমার নির্বাচনী অঙ্গীকার ছিল। সেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর কাছে পৌরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপেয় পানির প্লান্ট নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হয়েছে।

×