
আটক ৩ ডাকাত
নাটোরের নলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ২টার দিকে উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশী করে একটি ধারালো ছোরা, ২টি তালা কাটার ও তাদের ব্যবহত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর শহরের পটুয়াপাড়া এলাকার নাসের আলীর ছেলে আশরাফুল ইসলাম, একই এলাকার ইব্রাহিম আলীর ছেলে ইউসুব আলী এবং মৃত শাহজাহান আলীর মৃধার ছেলে রাকিবুল হাসান টুনু।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার বাসুদেব পুর বাজারের প্রবেশ মুখে অভিযান চালানো হয়। এসময় একটি আটোরিকশা (মিশুক) ৪ থেকে ৫ জন ব্যাক্তি কে নিয়ে নাটোর দিকে যাওয়ার পথে তাদের গতিরোধ করে তল্লাশী চালানো হয়।
তল্লাশীকালে একটি ধারালো ছোরা, ২টি তালা কাটার ও তাদের ব্যবহত একটি অটোরিকশা জব্দ করা করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টায় মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
এমএস