
ইমো হ্যাকার চক্রের ৫ সদস্য
নাটোরের লালপুরে ইমো হ্যাকার প্রতারণা চক্রের ৫ জন সদস্য আটক করেছে র্যাব -৫এর সদস্যরা। বুধবার রাতে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর সদস্যরা ৭ টি মোবাইল, ৯ টি সিমকার্ড ও ১ টি মোটরসাইকেল জব্দ করেন বলে জানা গেছে।
আটককৃতরা হলো,হৃদয় আলী(২১),রিদুয়ান আহাম্মেদ পূর্ন(২৩),হাসিবুল হাসান শান্ত(২৪),শামীম হোসেন(২২) ও শুভ আলী (২১)।
এমএস