ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংযোগ সড়কহীন সেতু, চরম ভোগান্তি

সংবাদদাতা, ধামরাই, ঢাকা

প্রকাশিত: ০০:৪৩, ১ মার্চ ২০২৩

সংযোগ সড়কহীন সেতু, চরম ভোগান্তি

গাজীখালী খালের ওপর সেতু নির্মাণ হলেও সংযোগ সড়কের অভাবে মই বেয়ে পারাপার

ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়নের নওগাঁয় গাজীখালী খালের ওপর সেতু নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়কের কাজ। সংযোগ সড়কটি না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের। খালের পাড়ে নওগাঁ বাজারে রয়েছে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশরাফ চৌধুরী উচ্চ বিদ্যালয়। বর্ষা ও বন্যা  মৌসুমে খালে পানি থাকায় সেতুটিতে উঠতে হয় বাঁশের মই দিয়ে। ফলে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজে আসছে না।
গ্রামবাসী জানান, খাল পারাপারের জন্য আগে নৌকা ব্যবহার করা হতো। নৌকায় করে ঘর-বাড়ির মালামালসহ বাইসাইকেল, মোটরসাইকেল পারাপার করা যেত। সেতু হওয়ার পর  সে পারাপারও বন্ধ হয়েছে। এখন খালে পানি থাকলে সেতুটি উঠতে মই ব্যবহার করতে হয়। ধামরাই উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক জানান, সেতুটির অ্যাপ্রোচের কাজ চলমান আছে। এটা এই মুহূর্তে লেয়ার বাই লেয়ার বালি কম্পেকশন করে কাজ হচ্ছে এবং অপর পাশের টেন্ডার হয়ে ওয়ার্ক ওয়ার্ডার সম্পূর্ণ হয়েছে ঠিকাদারকে ফাইল বুঝিয়ে দেওয়া হয়েছে আগামী এক সাপ্তাহের মধ্যে ঠিকাদার কাজ শুরু করে দেবে।

×